1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ডেভিট অধিকারীর মুক্তির দাবীতে সমাবেশ।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
  • কোটালীপাড়ায় ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ডেভিট অধিকারীর মুক্তির দাবীতে সমাবেশ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান (রানা)।

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারারুদ্ধ গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের কার্যনির্বাহী কমিটির সদস্য মি. ডেভিট অধিকারীর মুক্তির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় গোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের উদ্যোগে কোটালীপাড়ার ওয়াবদারহাস্থ শান্তিকুটিরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশেগোপালগঞ্জ-মাদারীপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি গিলবার্ট বিনিময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহসভাপতি জেমস হেবল বাড়ৈ, চার্চের কাউন্সিলর সুব্রত হালদার, গিলবার্ট বাড়ৈ, কার্যনির্বাহী সদস্য মার্ক সিকদার, সেফার্ড বাড়ৈ, নারায়ন খানা চার্চের সম্পাদক এ্যান্ড্রিও হালদার, পূর্ব রামশীল চার্চের সম্পাদক ফ্র্যান্সেস হাজরা।
বক্তারা বলেন, ডেভিট অধিকারী একজন নিরাপরাধ ও অরাজনৈতিক ব্যক্তি ওই মামলার সাথে তার কোন সম্পর্ক নেই। মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা তার নি:শর্ত মুক্তি চাই।
উল্লেখ্য গত বছরের ২ ডিসেম্বর ঢাকা জর্জ কোর্টের সামনে থেকে ডেভিট অধিকারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলার তালিকাভূক্ত আসামী হিসেবে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট