
জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন শতাধিক মানুষ সার্বিক সহযোগীতায় এমপি প্রার্থী মোবারক হোসাইন পরিচালনায় আইয়ূব আলী হাওলাদার
নূর হোসাইন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর বিজলী মহল্যার নেতা কর্মিদের ও জামায়াত নেতা আইয়ূব আলী হাওলাদার এর পরিচালনায় ও তাদের সকলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, শনিবার (২৫ অক্টোবর) সকাল বেলা এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।

মেডিকেল ক্যাম্পে সার্বিক সহোগীতায় ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মোবারক হোসাইন।

এ বিষয়ে মোবারক হোসাইন বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে সব নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাতে হবে।
জামায়াত নেতা মোবারক আরও বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের দুঃখ-দুর্দশার কারণ। অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।