1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন এর জীবনী।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন এর জীবনী।
বিশেষ প্রতিনিধি:
জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান- সাংবাদিক নূর হোসাইন (নূর এইচ আলী)। যিনি সম্প্রতি “জিগীষা মানবিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি “জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন” (জিমউফা) এরও চেয়ারম্যান। পেশাগত পরিচয়: তিনি একজন সাংবাদিক। ২০২৫ সালের ১৩ জানুয়ারি এই পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। যদিও ৬ জুন ২০২৪ ইং এই পার্টির আত্মপ্রকাশ ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পার্টির নামে আইডি খোলার মাধ্যমে । তিনি এই দলের মাধ্যমে “মানবিক বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে জানা যায়। তার বর্তমান শ্লোগান হিংসা বিদ্বেশ পরিহার করি , আসুন মানবিক বাংলাদেশ গড়ি। জয় মানবিক – জয় হোক মানবতার। সামাজিক কার্যক্রম: তিনি “জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন” (জিমউফা)-এর চেয়ারম্যান হিসেবে ২০০৮ সাল থেকে মানবিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। নির্বাচন কমিশনে আবেদন: তিনি ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং দলের নির্বাচনী প্রতীক হিসেবে “ঝর্ণা কলম” পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। শিক্ষা জীবনে তিনি ভোলা মৌলভীরহাট ফাজিল মাদ্রাসা থেকে ২০০১ সালে ৫১৪ নম্বর অর্জন এর মাধ্যমে দ্বিতীয় বিভাগ পেয়ে দাখিল পাস করেন । এরপর তিনি ঢাকার পল্লবী কলেজে এইচ এস সি তে ভর্তি হয়ে ক্লাস করেন এবং ফাইনাল পরীক্ষায় ২০০৩ সালে অংশ গ্রহন করেন । রেজাল্ট ভাল না হওয়া এবং সাংসারিক ও সামাজিক কাজ কর্মে ব্যস্ত হয়ে পরায় আর পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি এরপর তিনি ২০২১ সালে সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষা দিয়ে জিপিএ ৩ পয়েন্ট  অর্জন এর মাধ্যমে পাস করে স্টামফোর্ট ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় অনার্স এ ভর্তি হন। তিনি রাজনীতি ও সমাজকর্মে জ্ঞান অর্জন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মতিঝিল সরকারি টি এন্ড টি কলেজে বিএসএস ডিগ্ৰীতে অধ্যয়নরত আছেন স্বপ্ন তার তিনি লেখাপড়া আরো ১০ বছর চালিয়ে যাবেন এবং সাংবাদিকতায় মাষ্টার্সসহ  তিনি রাষ্টবিজ্ঞানে পিএইচডি অর্জন না হওয়া পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আশা ব্যক্ত করছেন এজন্য তিনি দেশ বাসীর কাছে দোয়া কামনা করছেন। তিনি সমাজ কর্মের মাধ্যমে দেশ ও জাতীর কল্যানে কাজ করার জন্য ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন যার রেজি: নং এস- ৭৩৯২(৫৮১)০৮ । এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অসহায় মহিলা ও শিশুদের আইনী সহায়তা দিয়ে আসছেন ১৮ বছর পর্যন্ত। এবং পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করে আসছেন যার মধ্যে উল্যেখ্যযোগ্য হলো – দৈনিক নিরপেক্ষ সংবাদ, দৈনিক রূপবানী , সাপ্তাহিক অপরাদ সন্ধানে, দৈনিক বাংলার ডাক, দৈনিক বাংলা, দৈনিক গণকন্ঠ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক আমার সংবাদ, দৈনিক নবচেতনা , দৈনিক নতুন দিন, দৈনিক খবর বাংলাদেশ, দৈনিক ঢাকা প্রতিদিনসহ বর্তমানে তিনি শেরে বাংলা নিউজ, এনডিসিনিউজবিডি, জিমাউফাকন্ঠ, জিমাউফা নিউজ টিভি এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হিংসা বিদ্বেশ বিহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চান। এই লক্ষ্য নিয়ে তিনি জিগীষা মানবিক পার্টি ২০২৪ সালের ৬ মার্চ আত্নপ্রকাশ ঘটান এবং ২০২৫ সালের ১৩ জানুয়ারী দৈনিক রুপবানী পত্রিকা অফিসের হল রুম থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন এবং তিনি ঘোষনা দেন বর্তমানে তার নিজ বাড়ি নং১২, সাংবাদিক নূর হোসাইন রোড, আহমেদ নগর , গাবতলী , মিরপুর ঢাকা – ১২১৬ এই ঠিকানায় তার পার্টির কেন্দ্রীয় কার্যালয় থাকবে। জানা যায় তার জন্মস্থান ভোলা জেলার ভোলা সদর ইলিশা ইউনিয়নে। তিনি বর্তমানে তার পার্টির বিভিন্ন জেলা উপজেলায় কমিটি দিয়ে আসছেন। তিনি এবার নির্বাচন কমিশনে শুধু নির্বাচনী মার্কা ঝর্ণা কলম জানিয়ে আবেদন করে রেখেছেন , আগামীতে তিনি পার্টি নিবন্ধনের জন্য আবেদন করবেন । তিনি দেশ বাসীর কাছে দোয়া প্রার্থী
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট