1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, পানি প্রবাহে বাধা — স্থানীয়দের খাল পরিষ্কারের দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, পানি প্রবাহে বাধা — স্থানীয়দের খাল পরিষ্কারের দাবি

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীর সংযোগ খাল বর্তমানে কচুরিপানায় ভরাট হয়ে গেছে। খালটি পাটগাতী এলাকা থেকে শুরু হয়ে গিমাডাঙ্গা, চরপাড়া, মল্লিকের মাঠ, আজিমবাজার হয়ে বাঘিয়ার নদীমুখ পর্যন্ত বিস্তৃত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে সড়কের উন্নয়ন কাজের কারণে খালের বিভিন্ন অংশে রোডের মাটি পড়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। তাছাড়া খালের বিভিন্ন অংশে ইচ্ছেমতো বাঁধ (ব্যারিকেড) বা ব্যাসাল দেওয়ায় পানি প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পাটগাতি বাস স্ট্যান্ড থেকে গিমা ডাঙ্গা মল্লিক এর মাঠ পর্যন্ত দুই কিলোমিটার খাল কচুরি এমন ভাবে জব্দ হয়ে আছে খালে নামার অবস্থা নেই। অতি জরুরি ভাবে খাঁলটির কচুরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন।

কচুরি থাকার ফলে কৃষিকাজ, গৃহস্থালি ও খালপাড়ের বসবাসকারীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বর্তমানে খালের পানি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে উঠেছে।

টুংগীপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন বলেন, এই মুহূর্তে আমাদের কোন ফান্ড নেই ইচ্ছা থাকলে আমরা খাল সংস্কার অথবা কচুরি পরিষ্কার কাজ করতে পারছি না। আমাদের দপ্তরে ফান্ড হলে পরবর্তীতে করার চেষ্টা করব।

স্থানীয় কৃষক জয়নাল শেখ বলেন, এই খাল দিয়েই আগে জমিতে সেচ দিতাম। এখন সব কচুরিপানা আর ময়লায় ভর্তি। পানি আসে না, জমি শুকায় থাকে। গিমাডাঙ্গা গ্রামের চাঁন মিয়া শেখ বলেন,এই খালের পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতাম। কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ার পরে পানি নষ্ট হয়ে গেছে। যার কারণে এই পানি দিয়ে আমরা কোন কাজ করতে পারি না। দ্রুত খালটি পরিষ্কার করার ব্যবস্থা করলে আমরা সাধারণ মানুষ উপকৃত হতাম। আরেক ভুক্তভোগী গাউস শেখ বলেন,আমাদের এই খালটি কচুরিতে ভর্তি থাকার কারণে আমরা গোসল করতে পারি না,খুব কষ্টে আছি। খালটি পরিষ্কার করা খুবই জরুরী প্রয়োজন।

খালটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকলেও এখন পর্যন্ত কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা বা ড্রেজিংয়ের উদ্যোগ দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে দ্রুত খাল পরিষ্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট