1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

পটুয়াখালী ভার্সিটিতে, ইউট্যাব ও জিয়া পরিষদের যৌথ সভা।।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী ভার্সিটিতে, ইউট্যাব ও জিয়া পরিষদের যৌথ সভা।।


‎দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি:

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।‎সভায় বিশ্ববিদ্যালয়ে “শহীদ জিয়া গবেষণা পরিষদ” নামে গঠিত একটি সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, সংগঠনটির বৈধতা বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবর পত্র প্রেরণ করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
‎‎সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।‎সভায় ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ইউনিটের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট