1. live@jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি পার্টির মার্কা ঝর্ণা কলম জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি পার্টির মার্কা ঝর্ণা কলম জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন

বিশেষ প্রতিনিধি :

জিগীষা মানবিক পার্টির পক্ষ থেকে পার্টির  চেয়ারম্যান -নূর হোসাইন( নুর এইচ) কর্তৃক ২৭ ফেব্রুয়ারি (বিকেল বেলা ) ২০২৫ ইং  নির্বাচন কমিশনে পার্টির নির্বাচনী মার্কা ঝর্ণা কলম অবগতির জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবরে নিজে উপস্থিত হয়ে পার্টি প্যাডে আবেদন করেন , আবেদনে তিনি বলেন আমি নূর হোসাইন  (নূর এইচ ) পিতা- মৃত জয়নাল আবেদীন, মাতা – রওশান আরা বেগম ,স্থায়ী ঠিকানা – গুপ্ত মুন্সি, ইলিশা, ভোলা সদর , ভোলা বর্তমান ঠিকানা বাড়ি নং ১২,  সাংবাদিক হোসাইন  রোড, আহমেদ নগর, গাবতলী, ঢাকা- ১২১৬ ।  আবেদনে তিনি আরো বলেন  গত ৬ মার্চ ২০২৪ ইং জিগীষা মানবিক পার্টির নাম দিয়ে ফেসবুক আইডি খোলা হয় এরপর ১৫ মার্চ থেকে পার্টির মার্কা ঝর্ণা কলম হবে তা বিভিন্ন ফেসবুক আইডি , অনলাইন পত্রিকা ও বিভিন্ন জাতীয় পত্রিকায় ব্যাপক প্রচার হয়ে আসছে যা লক্ষ লক্ষ মানুষ জানেন, এবং ১৩ জানুয়ারি পার্টির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান হয় দৈনিক রূপবানি পত্রিকার হল রুমে তাও তিনি  আবেদনে উল্লেখ করেন, তাই কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা যেন ঝর্ণা কলম না দেন , সে বিষয়ে অবগতির জন্য আবেদন জানান তিনি এবং জিগীষা মানবিক পার্টির নির্বাচনী মার্কা ঝরনা কলম বিষয়ে একটি বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি , যাতে দেশবাসী অবগত হতে পারে এবং অন্য নতুন রাজনৈতিক পার্টি এই ঝর্ণা কলম মার্কা ব্যবহার না করেন বা ঘোষণা না দেন এবং তা থেকে যেন বিরত থাকেন ,  তিনি ২৭ ফেব্রুয়ারি সকাল বেলা পার্টির নামে খোলা (জিগীষা  মানবিক পার্টি) ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে কোন নতুন রাজনৈতিক পার্টির মার্কা ঝর্ণা কলম না দেওয়ার জন্যও অনুরোধ জানান ,  এর আগে ১৩ জানুয়ারি আনুষ্ঠানিক  যাত্রা শুরু অনুষ্ঠানে তিনি বলেন – আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই , তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি ,তিনি আরো বলেন জিগীষা অর্থ জয় করার ইচ্ছা , আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই ,তাই আমাদের পার্টির স্লোগান হবে “জয় মানবিক -জয় হোক মানবতার ” এবং পার্টির  মার্কা থাকবে ঝর্ণা কলম ও পার্টির আদর্শ থাকবে – ন্যায় বিচার প্রতিষ্ঠা , সামাজিক নিরাপত্তা , বাক স্বাধীনতা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!