1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

বিশ্ব নদী দিবস ২০২৫ উদযাপন : নদী রক্ষায় দেশব্যাপী কর্মসূচি পালন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশ্ব নদী দিবস ২০২৫ উদযাপন : নদী রক্ষায় দেশব্যাপী কর্মসূচি পালন

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

প্রতি বছরের ন্যায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব নদী দিবস ২০২৫। ধরিত্রী রক্ষায় কাজ করা সংগঠন আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং দেশের বিভিন্ন স্থানীয় সংগঠনের সম্মিলিত উদ্যোগে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার দিবসটি উদযাপিত হয়।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “আমাদের নদী আমাদের অস্তিত্ব”। প্রতিপাদ্যের আলোকে দেশের মোট ২১টি স্থানে একযোগে আয়োজিত হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিল নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন, স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, সমাবেশ, নদীতে সাঁতার প্রতিযোগিতা, নৌকা ভাসানো, নদীর তীরে নদী-ভিত্তিক সঙ্গীত পরিবেশনা, নদী দূষণ ও দখল পরিস্থিতি পরিদর্শন, এবং আলোচনা সভা।

আয়োজক সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, নদী বাংলাদেশের প্রাণপ্রবাহ, অথচ নদীগুলো আজ মারাত্মক দখল, দূষণ ও অব্যবস্থাপনার শিকার। এ অবস্থা চলতে থাকলে দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। তাই নদী বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীরা জানান, নদী ও খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দূষণ রোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করা এবং নদীর প্রতি ভালোবাসা তৈরি করাও সময়ের দাবি।

উল্লেখ্য, প্রতিবছরের সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বের ৭০টিরও বেশি দেশে একযোগে পালিত হয় বিশ্ব নদী দিবস। এর মাধ্যমে নদী রক্ষায় জনসচেতনতা তৈরি, দখল ও দূষণ প্রতিরোধ, এবং টেকসই পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট