1. live@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি : জিমাউফা নিউজ টিভি
  2. info@www.jimaufanewstv.com : জিমাউফা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ভাষানটেকে অবৈধ বহুতল ভবন, ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ভাষানটেকে অবৈধ বহুতল ভবন, ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ভাষানটেক থানাধীন এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অনুমোদিত নকশা ও ভবন নির্মাণ বিধিমালা উপেক্ষা করে অবাধে গড়ে উঠছে একের পর এক অবৈধ বহুতল ভবন। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট রাজউক কর্মকর্তাদের তদারকির ঘাটতি ও ইমারত পরিদর্শকদের সঙ্গে অসাধু সমঝোতার মাধ্যমে এসব নির্মাণ কার্যক্রম চলছে।

রাজউক জোন–৩ এলাকায় নিয়ম ভেঙে নির্মাণ: রাজউক জোন–৩-এর আওতাধীন ভাষানটেক, মৈনারটেক, মাটিকাটা ও দেওয়ানপাড়া এলাকায় নির্মাণাধীন বহু ভবনে রাজউকের কোনো বিধি অনুসরণ করা হচ্ছে না বলে অনুসন্ধানে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সরকার নির্ধারিত ভবন নির্মাণ আইন কার্যত উপেক্ষিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ইমারত পরিদর্শক ছামিউলের বিরুদ্ধে অভিযোগ: অনুসন্ধানে উঠে এসেছে, ভাষানটেক এলাকার দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক মোঃ ছামিউলের বিরুদ্ধে নোটিশ বাণিজ্য ও উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাইট ইঞ্জিনিয়ার জানান, রাজউক কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই বিধিবহির্ভূতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। তাদের দাবি, এ বিষয়ে বিস্তারিত জানতে ইমারত পরিদর্শক ছামিউলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

সরেজমিনে জানা যায়, ভবন মালিকদের নোটিশ দিয়ে অফিসে ডেকে এনে অর্থের বিনিময়ে অভিযোগ নিষ্পত্তি করা হয়। অভিযোগ রয়েছে, এসব আর্থিক লেনদেনে ছামিউলের ব্যক্তিগত সহকারীও জড়িত। সম্প্রতি উচ্ছেদের চূড়ান্ত নোটিশপ্রাপ্ত ভবনগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতিতে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে।

মোবাইল কোর্ট ও বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রশ্ন: আরও অভিযোগ রয়েছে, যেসব ভবন মালিকের সঙ্গে সমঝোতা হয়নি, তাদের ভবনে মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। পরবর্তীতে অর্থের বিনিময়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শতাধিক ভবনে রাজউক বিধি লঙ্ঘনের প্রমাণ: মাত্র কয়েক ঘণ্টার মাঠপর্যায়ের অনুসন্ধানে ইমারত পরিদর্শক ছামিউলের দায়িত্বাধীন এলাকায় দেড় শতাধিক নির্মাণাধীন ভবনে রাজউক বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। ভাষানটেক, টোনারটেক, পশ্চিম মাটিকাটা ও দেওয়ানপাড়া এলাকার একাধিক ভবনের ঠিকানায় এসব অনিয়ম শনাক্ত করা হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য: এ বিষয়ে ইমারত পরিদর্শক মোঃ ছামিউলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজউকের নিয়ম লঙ্ঘন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক নগর পরিকল্পনাবিদ বলেন, ইমারত পরিদর্শকদের সঠিক তদারকি থাকলে ভবন নির্মাণকারীরা বিধিমালা মানতে বাধ্য হতেন। তার মতে, অপরিকল্পিত ভবনগুলো ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

রাজউক জোন–৩/১-এর অথরাইজড অফিসার এফ আর আশিক বলেন, ইমারত পরিদর্শকদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজউকের পরিকল্পনা উন্নয়ন নিয়ন্ত্রণ–১ এর পরিচালক মনিরুল হক জানান, অভিযোগের সত্যতা যাচাই করে অবৈধ বর্ধিত অংশ অপসারণসহ দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি: এলাকাবাসীর দাবি, রাজউক বিধি লঙ্ঘনের দায়ে শুধু ভবন মালিক নয়, সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি তার অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদের তদন্তে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট